KHAN's Blog
'Who am I' is not the question always in your mind but the answer is that I am a human.
শনিবার, ৪ জুলাই, ২০২০
DARK - Facts, Theories & Mystery!
লেবেলসমূহ:
2020,
ডার্ক,
Dark,
Emerald Tablet,
Facts,
Mystery,
Series,
Sic Mundus Creatus Est,
Theories
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১
যাতনার ফুল....
আমি হারাবার আগে হারিয়ে ফেলেছি
আমি বুঝবার আগে বুঝি নি
আমি চাওয়ার বেলায় চাইতে পারি নি
চাওয়ার আগে পেয়েও চাই নি
আমি হাসতে গিয়ে কেঁদে ফেলেছি
আমি কাঁদতে যেয়েও কাঁদি নি
আমি শোনাতে চেয়েও শোনাতে পারি নি
আমি বলি বলি করে বলে ফেলি নি
আমি তৃষ্ণার জল ফেলে দিয়েছি
আমি ক্ষুধায় খেতে চেয়ে খেতে পাই নি
ভাবতে ভাবতে ভাবুক হয়ে গেছি ভাবের-বেলায়*
কাব্য আমায় ধরা দেয় নি
আমি গহণ অরন্যে অনেক গিয়েছি
শুধু তোমার মনের সীমানায় ঠাঁই পাই নি
আমি ঘৃণায় শত ভালোবাসা ফিরিয়ে দিয়েছি
ভালোবাসবো ঠিক করে আমি তোমার দেখা পাই নি
আমি তোমাকে হারিয়ে অনেক খুঁজেছি
খুঁজে খুঁজে তোমার দেখা পেয়েও যাই নি
আমি শূন্য হৃদয় নিয়ে বসে রয়েছি
বন্য ফুলের গন্ধে আমার হৃদয় ভরে যায় নি
তুমি আসবে বলে, কেবল তুমি আসবে বলে
আমি লাল পরেছি, লাল গোলাপটি খুঁজে পাই নি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)